চীন সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন আজ

- আপডেট সময় : ০১:৩০:১৩ অপরাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০২৪
- / ১৭২৩ বার পড়া হয়েছে
চীন সফর নিয়ে বিকাল ৪টায় গণভবনে সংবাদ সম্মেলন ডেকেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রণে ৮ জুলাই বেইজিং সফর শুরু করেন প্রধানমন্ত্রী। কিন্তু সফরসূচিতে পরিবর্তন এনে একদিন আগে দেশে ফেরেন শেখ হাসিনা। চীন সফরে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও চীনের প্রধানমন্ত্রীর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকের পর দুদেশ ২১টি সমঝোতা স্মারক স্বাক্ষর এবং সাতটি প্রকল্পের ঘোষণা দেয়া হয়। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর সঙ্গে শি জিনিপিংয়ের আলোচনার বিষয়বস্তু নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, চীন বাংলাদেশে আরও বেশি বিনিয়োগ করতে চায়। এ ছাড়া অনুদান, সুদমুক্ত ঋণ, কম সুদে ঋণ এবং বাণিজ্যিক ঋণ— এ চার ক্ষেত্রে বাংলাদেশকে বিশেষভাবে সহযোগিতা করবে দেশটি। এ বিষয়ে দু ‘দেশের টেকনিক্যাল কমিটি যৌথভাবে কাজ করবে। শিগগিরই চীন থেকে টেকনিক্যাল কমিটি বাংলাদেশে আসার বিষয়ে আলোচনা হবে।