ইসরায়েলি বাহিনী এলাকা ছাড়তেই বেরিয়ে এলো লাশের পর লাশ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৩৭:১৪ অপরাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০২৪
- / ১৯৫৮ বার পড়া হয়েছে
ফিলিস্তিনির গাজা উপত্যকার সুজাইয়া শহরের ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা হয়েছে ৬০টিরও বেশি মরদেহ। দুই সপ্তাহ আগে সুজাইয়াতে অনুপ্রবেশের পর সামরিক অভিযান শেষ করেছে ইসরায়েল বাহিনী। গাজার বেসামরিক বাহিনীর বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানায়, হামলার কারণে শহরের ৮৫ শতাংশেরও বেশি ভবন ধ্বংস হয়ে গেছে। বর্তমানে সুজাইয়া শহরটি দূযোগপূর্ণ এলাকায় পরিণত। যা বসবাসের জন্য অযোগ্য। ভবনগুলোর ধ্বংসাবশেষ থেকে মৃতদেহ উদ্ধার কাজ অব্যাহত রেখেছে কর্তৃপক্ষ। ধারণা করা হচ্ছে, ধ্বংসস্তূপের নিচে এখনও আটকা পড়ে আছে বহু মরদেহ।