কোটা আন্দোলনকারীরা আদালতের আদেশ না মেনে সীমা অতিক্রম করছে

- আপডেট সময় : ০৮:৩৭:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪
- / ১৭৭৯ বার পড়া হয়েছে
কোটা আন্দোলনকারীরা উচ্চ আদালতের আদেশ না মেনে সীমা অতিক্রম করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। বলেছেন, আদালতের বিষয় আদালতে নিষ্পত্তি হবে, এরপরও জনদুর্ভোগ করলে পুলিশ বসে থাকবে না।
দুপুরে সচিবালয়ে মাদকের অপব্যবহার ও পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নিয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আদালত কোটা বিষয়ে স্থিতাবস্থা দিয়েছেন, সেই অনুযায়ী এখন কোটা নেই। এই বিষয়টি শিক্ষার্থীদের বোঝা উচিত। এখন তাদের সড়কে অবস্থান করার কোনও প্রয়োজন নেই। এরপরও সড়কে অবস্থান করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার অনুরোধ করে আসাদুজ্জামান খান বলেন, অনেকে শিক্ষার্থীদের প্ররোচনা দিয়ে জলঘোলা করার চেষ্টা করছে। সেই ফাঁদে পা না দিয়ে মিমাংসার পথে থাকা বিষয়টি মেনে নেয়ার আহ্বান জানান তিনি।