সারাদেশে সড়ক ও রেলপথ অবেরোধ করে বাংলা ব্লকেড কর্মসূচির ঘোষণা

এস. এ টিভি
- আপডেট সময় : ১১:২৯:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুলাই ২০২৪
- / ১৭৫২ বার পড়া হয়েছে
সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে বিকেল সাড়ে ৩টা থেকে সারাদেশের রাজপথ, রেললাইনে বাংলা ব্লকেড কর্মসূচির ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
বুধবার সন্ধ্যায় শাহবাগ মোড় থেকে অবরোধ তুলে নেয়ার আগে প্লাটফর্মটির ব্রিফিং থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম বলেন, বাংলা ব্লকেড কর্মসূচি জনদুর্ভোগ নয়, অভিনব জনমত প্রতিষ্ঠার কর্মসূচি। তিনি আরও বলেন, দেশের তরুণ প্রজন্ম বিশ্বাস করে চাকরিতে কোটা সমস্যার স্থায়ী সমাধান প্রয়োজন। এজন্য সংসদে আইন প্রণয়ন করে তা বাস্তবায়ন করতে হবে। সরকার চাইলে এই সংকটের সমাধান করতে পারে। আর পথচারীরা বলেছেন, তাদের সন্তানের জন্য হলেও এই আন্দোলন চালিয়ে যেতে হবে।