নরসিংদীর রায়পুরায় ট্রেনে কাটা পড়ে পাঁচ জনের মৃত্যু

এস. এ টিভি
- আপডেট সময় : ১১:০৯:২৯ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪
- / ২০৬৩ বার পড়া হয়েছে
নরসিংদীর রায়পুরার খাকচকে ট্রেনে কাটা পড়ে পাঁচ জনের মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা তূর্ণা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তাদের মৃত্যু হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচায় জানা যায়নি, তবে সবাই পুরুষ।
সকালে উপজেলার কমলপুরে এ দুর্ঘটনা ঘটে।জানা যায়,সকালে রেললাইনের পাশে ট্রেনে কাটা ৫টি মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশকে খবর দেয়া হলে মরদেহগুলো উদ্ধার করা হয়। তবে তাদের পরিচয় এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ।নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন নরসিংদী রেলওয়ে পুলিশের ইনচার্জ মো. শহিদুল্লা।