পদ্মাসেতু বাংলাদেশের ভাবমূর্তি ঘুরিয়ে দিয়েছে: প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৭:০৬:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুলাই ২০২৪
- / ১৬৭৬ বার পড়া হয়েছে
পদ্মাসেতু বাংলাদেশের ভাবমূর্তি ঘুরিয়ে দিয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পদ্মা সেতু টাকার অংকে বিবেচনার জিনিস নয়। এটি বাংলাদেশের গর্ব। যারা কথায় কথায় খবরদারি করতো– পদ্মা সেতু নির্মাণের পর তাদের মানসিকতাও বদলে গেছে।
বিকেলে মুন্সীগঞ্জের মাওয়ায় পদ্মাসেতু প্রকল্পের সমাপনী সুধী সমাবেশে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। প্রধানমন্ত্রী জানান, পদ্মা সেতু তৈরিতে সবচেয়ে বেশী অবদান রেখেছে এ দেশের জনগণ। আগামীদিনে যত বাধাই আসুক, অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাবে বাংলাদেশ। সরকার প্রধান বলেন, বাংলাদেশের সম্পদ বিক্রি করে ক্ষমতায় আসার লোক শেখ মুজিবের মেয়ে না। এজন্য ২০০১ সালে গ্যাস রপ্তানীতে রাজী না হওয়ায় ক্ষমতায় আসতে পারেননি তিনি। গ্রামীণ ব্যাংকের এমডি পদে বহাল থাকতে ড. মোহাম্মদ ইউনুস হিলারি ক্লিনটনকে দিয়ে তদবির করেছে বলেও জানান শেখ হাসিনা।


















