বগুড়ায় ট্রাকের পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কায় শিশুসহ দুইজন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ১১:৩৪:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১ জুলাই ২০২৪
- / ১৯৪৫ বার পড়া হয়েছে
বগুড়ায় ট্রাকের পেছনে কাভার্ড ভ্যানের ধাক্কায় শিশুসহ দুইজন নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন দুইজন।
গেলরাতে বগুড়া-নাটোর আঞ্চলিক মহাসড়কের বগুড়ার নন্দীগ্রাম উপজেলা নন্দীগ্রামে উপজেলার রণবাঘা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় , শহিদুল ইসলাম এবং বেলাল হোসেন বগুড়ায় আরএফএল গ্রুপে চাকরি করেন। তারা রাতে কাভার্ড ভ্যানে করে বগুড়ার দিকে আসছিলো। ওই ভ্যানে বেলালের স্ত্রী সাথী এবং তাদের ছেলে বায়েজিদও সঙ্গে ছিলেন। নন্দীগ্রাম উপজেলার রনবাঘা কৈগাড়ি খানকা শরীফের সামনে কাভার্ড ভ্যান পেছন থেকে অজ্ঞাতনামা ট্রাককে ধাক্কা দেয়। এতে কাভার্ড ভ্যানে থাকা শহিদুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান।



























