আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- আপডেট সময় : ০৩:৩১:০৬ অপরাহ্ন, রবিবার, ২৩ জুন ২০২৪
- / ১৮৬০ বার পড়া হয়েছে
আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সকালে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রথমে প্রধানমন্ত্রী ও পরে আওয়ামী লীগের সভাপতি হিসেবে দলের শীর্ষ নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান শেখ হাসিনা। শ্রদ্ধা নিবেদন শেষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বর্ণচোরা বিএনপির নেতৃত্বে সাম্প্রদায়িক অপশক্তি প্রতিহত করাই আওয়ামী লীগের আগামীর চ্যালেঞ্জ। আওয়ামী লীগের এই নেতা বলেন, স্বাধীনতা অর্জন করলেও আমাদের মুক্তির স্বপ্ন কখনো বাস্তবায়িত হয়নি। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ছাত্রলীগ, যুবলীগ, মৎসলীগ, শ্রমিকলীগসহ, আওয়ামী লীগের সহযোগি সংগঠনের নেতাকর্মীরাও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। এসময় শ্লোগানে শ্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।


























