বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজট

- আপডেট সময় : ১২:৪০:২৪ অপরাহ্ন, রবিবার, ১৬ জুন ২০২৪
- / ১৭২৪ বার পড়া হয়েছে
ঈদুল আজহার বাকি আর মাত্র একদিন। ঈদ যাত্রায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। এতে উত্তরের ঘরমুখো মানুষদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। তাই শেষ সময়ে নাড়ির টানে ঘরমুখো মানুষের ভিড় বেড়েছে গাজীপুরের দুই মহাসড়কের বাস স্টেশনগুলোতে।
ভোরে বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড় থেকে আনালিয়া বাড়ি পর্যন্ত যানজট হয়। বিশেষ করে নারী ও শিশুদের বেশি ভোগান্তির শিকার হচ্ছেন। টাঙ্গাইল শহর বাইপাস আশেকপুর এলাকায় দেখা যায়, শুধু দূরপাল্লার বাস নয়, ট্রাক, পিকআপ ভ্যানে করে মানুষ ছুটছে গন্তব্যে। ভোর রাতে সেতুর ওপর যানজটের চাপ বেড়ে যায়। অন্যদিকে কয়েকটি গাড়ি বিকল হয়। পরে বিকল হওয়া যানবাহন সরিয়ে নিতে কিছুটা সময় লাগে যার ফলে অতিরিক্ত গাড়ির চাপে যানজটের সৃষ্টি হয়।
গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তায় যাত্রী ও যানবাহনের চাপ সবচেয়ে বেশি। শনিবারই প্রায় ৬০ ভাগ পোশাক কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে। কিন্তু, যাত্রীর তুলনায় যানবাহন খুবই অপ্রতুল। ফলে এ সুযোগে অনেক যানবাহনে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগও করছেন ঈদযাত্রীরা।