টিকিট না পেয়ে দাঁড়িয়ে শহর ছাড়ছেন অনেকে
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০৬:০৫:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুন ২০২৪
 - / ১৮৪৩ বার পড়া হয়েছে
 
ঈদের দু’দিন আগে চট্টগ্রাম রেলস্টেশনে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। সিটের টিকিট না পেয়ে অনেকেই স্ট্যান্ডিং টিকিট কেটে স্বজনদের সঙ্গে ঈদ করতে শহর ছাড়ছেন।
চট্টলা, মহানগর, সুবর্ণ এক্সপ্রেসসহ সবগুলো ট্রেন সময়মতো প্লাটফর্ম ছেড়ে গেলেও চাঁদপুরগামী সাগরিকা এক্সপ্রেসের সিডিউল বিপর্যয় ঘটেছে। নির্ধারিত সময়ের ২০ মিনিট পর স্টেশন ছাড়ে ট্রেনটি। রেল কর্তৃপক্ষ বলছে, শুক্রবার থেকে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে স্টেশনে। তবে এবার ঈদের ছুটির আমেজ একটু আগে থেকে শুরু হওয়ায় বড় ধরনের দুর্ভোগে পড়েনি সাধারণ মানুষ। বাস কাউন্টারগুলোতে ভিড় বাড়লেও অন্যান্যবারের মতো যাত্রীদের উপচে পড়া ভিড় নেই এবার।
																			
																		
















