ত্রিশালে চালবোঝাই ট্রাকসহ ছিনতাইচক্রের ৬ সদস্য গ্রেফতার

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:২৮:০৭ অপরাহ্ন, বুধবার, ১২ জুন ২০২৪
- / ২০৪১ বার পড়া হয়েছে
ময়মনসিংহের ত্রিশালে চালবোঝাই ট্রাকসহ ছিনতাইচক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে ত্রিশাল থানা পুলিশ। নেত্রকোণা জেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এময় তাদের কাছ থেকে ছিনতাইকৃত ট্রাক এবং ছিনতাইয়ের কাজে ব্যবহৃত দুটি প্রাইভেটকার আটক করা হয়।
ত্রিশাল থানার ওসি কামাল হোসেন জানান, গত ৩১ মে রাত ৪ টার দিকে ত্রিশালের বাগান এলাকা থেকে ৯ লাখ ৬৫ হাজার টাকা মুল্যের ২০ টন চালসহ ট্রাক ট্রাক ছিনতাই করে চক্রটি। এ ঘটনায় ট্রান্সপোর্ট ব্যবসায়ী মোঃ জামাল বাদি হয়ে ১ জুন ত্রিশাল থানায় অভিযোগ করেন।