রাঘব বোয়ালদের লুটপাট বন্ধের জন্যই এবারের বাজেট : কাদের
- আপডেট সময় : ০২:৩০:০১ অপরাহ্ন, রবিবার, ৯ জুন ২০২৪
- / ১৮৫৯ বার পড়া হয়েছে
সাইফুর রহমান, বেগম খালেদা জিয়া কালো টাকা সাদা করেছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভায় একথা বলেন তিনি। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, এবারের বাজেট করা হয়েছে রাঘব বোয়ালদের লুটপাট বন্ধ করার জন্য। দুর্নীতিবাজদের ছাড় দেয়া হবে না। বিএনপির আমলে লুটপাট করলে বিচার হত না বলেও জানান ওবায়দুল কাদের।
সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় নেতাদের সাথে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ ও ঢাকা জেলা আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকদের যৌথসভায় তিনি আরো বলেন, বিএনপির মুখে আন্দোলনের কথা শুনলে হাসি পায়। আওয়ামী লীগ তাদের আগুন সন্ত্রাস ভয় পায়। তাদের প্রতিরোধে শান্তি সমাবেশ হবে। আগেও তাদের রাজপথে প্রতিহত করা হয়েছে, ভবিষ্যতেও করা হবে। ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে বিদেশী অতিথিদের মধ্যে কারা আসছেন এমন তথ্য দিতে না পারলেও, দেশে যে সব দূতাবাস আছে তাদের আমন্ত্রণ জানানো হবে বলে জানান ওবায়দুল কাদের।























