ময়মনসিংহের নান্দাইলে প্রতিপক্ষের ছুরিকাঘাতে কলেজছাত্র নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:১৬:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১ জুন ২০২৪
- / ১৮৭৬ বার পড়া হয়েছে
ময়মনসিংহের নান্দাইলে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মুরাদ ভূঁইয়া নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। গেলো রাতে পৌরশহরের চণ্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠের পাশে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতে মুরাদ নান্দাইল উপজেলা পরিষদ নির্বাচনে এক প্রার্থীর নির্বাচনি লিফলেট বিতরণ করছিলেন। এ সময় প্রতিপক্ষের কয়েকজন যুবকের সাথে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মুরাদকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মুরাদকে মৃত ঘোষণা করেন।
























