কুমিল্লায় নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে ৫ম শ্রেণির শিক্ষার্থী নিহত

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪৪:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৭ মে ২০২৪
- / ১৮১৫ বার পড়া হয়েছে
কুমিল্লায় বিদ্যালয়ে ক্লাসরত অবস্থায় পার্শ্ববর্তী নির্মাণাধীন সাততলা ভবনের দেয়াল ধসে সাইফুল ইসলাম সাগর নামে ৫ম শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছেন। বেলা ১১টার দিকে, জেলার সদর দক্ষিণ উপজেলার নোয়াগাঁও চৌমুহনী এলাকায় নুর আইডিয়াল স্কুলে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, নুর আইডিয়াল স্কুলের শিক্ষার্থী সাইফুল ইসলাম সাগর প্রতিদিনের মতো সকালে বিদ্যালয়ে যায়। ক্লাস চলা অবস্থায় বিদ্যালয়ের পূর্বপাশে নির্মাণাধীন সাততলা ভবনের একটি লিংটার ভেঙে ওই বিদ্যালয়ের টিনশেড ভবনে পড়ে। এ সময় বিদ্যালয়ের চাল ভেঙে ওই শিক্ষার্থীর মাথায় পড়লে গুরুতর আহত হয়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। দুর্ঘটনায় অল্পের জন্য রক্ষা পায় ওই ক্লাসে থাকা শিক্ষক ও অন্য শিক্ষার্থীরা।