অদৃশ্য শক্তি নয়, নির্বাচিত সরকারই দেশ পরিচালনা করছে : কাদের
- আপডেট সময় : ০৯:১৭:১৪ অপরাহ্ন, রবিবার, ১২ মে ২০২৪
- / ১৭০৫ বার পড়া হয়েছে
কোন অদৃশ্য শক্তি নয়, জনগণের ভোটে নির্বাচিত সরকারই দেশ পরিচালনা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিকেলে ধানমন্ডির আওয়ামী লীগ কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের সাম্প্রতিক বক্তব্যের জবাবে একথা বলেন তিনি।
এসময় তিনি বলেন, স্বাধীন নির্বাচন কমিশনের উদ্যোগে শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমেই এ সরকার আবারো ক্ষমতায় এসেছে। নির্বাচিত এই সরকার সারাবিশ্বে গ্রহণযোগ্য পেয়েছে জানিয়ে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় আসার গ্যারান্টি দেয়া নির্বাচন কমিশন পায়নি বলেই মিথ্যাচার করছে। অদৃশ্য শক্তির ক্ষমতায় আওয়ামী লীগ নয়, স্বেচ্ছাচারের মাধ্যমে দেশ পরিচালনা করেছে বিএনপি। আর সে কারণেই জনগণ তাদের প্রত্যাখান করেছে। ডোনাল্ড লু’র বাংলাদেশে আসার খবরে বিএনপি’র আনন্দের কোন কারণ নেই উল্লেখ করে তিনি আরো বলেন, তার এ সফরে কোন নিষেধাজ্ঞা নয়, বরং দু’দেশের সরকারের সম্পর্কের উন্নয়ন আর ব্যবসা-বাণিজ্য বৃদ্ধির বিষয় প্রাধান্য পাবে। ওবায়দুল কাদের বলেন, বিএনপির এদেশে অবদান রাখার আর কিছুই নেই। তাদের কোন শক্তি অবশিষ্ট নেই। তাই, কথার চাতুরিতে সত্যকে মিথ্যা বানিয়ে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বলে জানান তিনি।















