দীর্ঘ চার বছরেও শেষ হয়নি মেহেরপুর নার্সিং কলেজের নির্মাণ কাজ

- আপডেট সময় : ১০:২৮:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১২ মে ২০২৪
- / ১৮৯৪ বার পড়া হয়েছে
দীর্ঘ সাড়ে চার বছরেও শেষ হয়নি মেহেরপুর নার্সিং কলেজের নির্মাণ কাজ। ঠিকাদারের অবহেলাকে দুষছেন স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। দ্রুত কাজ সমাপ্তির দাবি এলাকাবাসীর। তিন দফা সময় বাড়ানোর পরও কাজ শেষে না হলে জরিমানার বিধান রয়েছে বলে জানায় স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর।
৩৯ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে ১৮০ আসন বিশিষ্ট মেহেরপুর নার্সিং কলেজের নির্মাণ কাজ করছে সিরাজগঞ্জের ঠিকাদার প্রতিষ্ঠান পিয়াস কনস্ট্রাকশন। কলেজ চালু হলে নার্সিংয়ে উচ্চ শিক্ষার জন্য প্রতিষ্ঠানটি এ অঞ্চলের ছাত্র-ছাত্রীদের জন্য আশীর্বাদ হয়ে উঠবে। কিন্তু দীর্ঘ ৪ বছর পেরিয়ে গেলেও শেষ হয়নি নির্মাণ কাজ।
২০১৯ সালের এপ্রিলে কাজ শুরুর পর ৩ বার বাড়ানো হয়েছে কাজের মেয়াদ। সবশেষ চলতি বছরের জানুয়ারি পর্যন্ত হস্তান্তরের সময় বৃদ্ধি করা হলেও কাজ চলছে ধীর গতিতে। এর কারণে হিসেবে ঠিকাদারের অবহেলাকেই দুষছেন এলাকাবাসী। দ্রুত নির্মাণ কাজ শেষ করে নার্সিং কলেজ চালুর দাবি তাদের।
ঠিকাদার প্রতিষ্ঠান ৮০ শতাংশ কাজ শেষ হওয়ার দাবি করলেও এখনো চলছে ঢালাই। আবারও কাজের সময় বাড়ানোর আবেদন করা হবে বলে জানায় তারা। অন্যদিকে, নির্দিষ্ট সময়ের মধ্যেই কাজ শেষ করতে ঠিকাদার প্রতিষ্ঠানকে তাগিদ দেওয়া হচ্ছে। আর তা না হলে জরিমানার বিধান রয়েছে বলে জানায় স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর।