কাপ্তাই হ্রদের হারানোর গৌরব ফিরিয়ে আনা হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৫৫:০০ অপরাহ্ন, শনিবার, ৪ মে ২০২৪
- / ১৯১৪ বার পড়া হয়েছে
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান বলেছেন, কাপ্তাই হ্রদের হারানোর গৌরব ফিরিয়ে আনা হবে। এজন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে যা করার দরকার তাই করা হবে।
সকালে কাপ্তাই মৎস্য উন্নয়ন করপোরেশন ও বিপণন কেন্দ্রের আয়োজনে কাপ্তাই হ্রদে মাছের পোনা অবমুক্তকরণ ও মৎস্যজীবীদের মাঝে ভিজিএফের চাল বিতরণকালে তিনি এ কথা বলেন। হ্রদের হারানো গৌরব ফিরিয়ে আনতে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন উল্লেখ করে মন্ত্রী বলেন, কাপ্তাই হ্রদ রক্ষা করতে হলে ড্রেজিং জরুরী। এজন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সাথে সমন্বয় করে দ্রুত উদ্যোগ নেয়া হবে। পরে জেলেদের মাঝে ভিজেএফের চাল বিতরণ এবং কাপ্তাই হ্রদে মাছের পোনা অবমুক্ত করা হয়।