দেশবাসীর আকাঙ্ক্ষা পূরণে পরিবর্তন চায় বিএনপি : মঈন খান

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:০১:৪৩ অপরাহ্ন, শনিবার, ৪ মে ২০২৪
- / ১৬৬০ বার পড়া হয়েছে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, ষড়যন্ত্র নয়, জনগণের ভোটে নির্বাচিত নয় বলেই এই সরকারকে ক্ষমতায় দেখতে চায় না দেশের মানুষ। সকালে রাজধানীর চন্দ্রীমা উদ্যানে জিয়াউর রহমানের সমাধিতে ওলামাদলের নবনির্বাচিত কমিটির নেতাদের নিয়ে দোয়া ও মোনাজাত শেষে এ কথা বলেন তিনি।
ডান-বাম সবাই বলছে সরকার দেশকে ধ্বংস করে দিয়েছে, তাই দেশবাসীর আকাঙ্খা পূরণে পরিবর্তন চায় বিএনপি। দেশকে নতুন করে গড়ে তুলতে চাইলে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। ড. মঈন বলেন, মানুষ অর্থনৈতিক সাম্য ফিরে পেতে চায়। কিন্তু সরকার মুষ্টিমেয় কয়েকজনের হাতে সব সম্পদ কুক্ষিগত করার ব্যবস্থা করে দিয়েছে। তিনি আরো বলেন, সরকার পাঠ্যবই থেকে জিয়াউর রহমানকে মুছে ফেলার চেষ্টা করছে। কিন্তু কোটি কোটি মানুষের হৃদয়ে তার যে স্থান সেখান থেকে সরানো সম্ভব হবে না।