সিলেটের কোম্পানীগঞ্জে বাবুলের মুত্যু নিযে দানা বাঁধছে রহস্য

- আপডেট সময় : ১১:২৭:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
- / ১৬৫৪ বার পড়া হয়েছে
সিলেটের সীমান্তবর্তী কোম্পানীগঞ্জে বাবুল ইসলাম বাবলুর মুত্যুরহস্য দানা বাঁধছে। মৃতের স্বজনরা পরিকল্পিত হত্যাকান্ড দাবি করলেও পুলিশ বলছে প্রকৃত ঘটনা জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় তারা। এ দিকে এ হত্যাকান্ডের প্রকৃত রহস্য উন্মোচনের দাবিতে চলছে নানা প্রতিবাদ কর্মসূচি।
১২ এপ্রিল সকালে সিলেটের কোম্পানীগঞ্জে সড়কের পাশের ডোবা থেকে উদ্ধার হয় বালু ব্যবসায়ী বাবুল ইসলাম বাবলুর মরদেহ। তিন ছেলে ও এক মেয়ের জনক বাবুল ইসলামকে ১১ এপ্রিল রাত ১টার দিকে মোবাইল ফোনে ডেকে নেয় অজ্ঞাত ব্যক্তিরা।
মোটরসাইকেল যেখানে পাওয়া যায় তার থেকে প্রায় ১০ ফুট পেছনে ডোবায় মরদেহ পড়ে থাকায় সন্দেহ হয় পরিবারের। তাদের ধারণা এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। উর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে ৪ দিন পর নিহতের আসমা বেগমের করা হত্যা মামলা লিপিবদ্ধ করে পুলিশ।
এদিকে বাবুল ইসলামের মৃত্যুর ঘটনায় যারা জড়িত তাদের সর্ব্বোচ্চ শাস্তি দাবি পরিবারের।
মৃত্যুর প্রকৃত কারণ জানতে পোস্টমর্টেম রিপোর্ট হাতে পাওয়ার অপেক্ষায় তদন্তকারীরা।
বাবুল ইসলামের মৃত্যুর দ্রুত সময়ের মধ্যে রহস্য উদঘাটনের দাবি স্থানীয়দের।