বেলা বাড়তেই ফাঁকা হয়ে যাচ্ছে রাজধানীর সড়ক

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৩৯:২৫ অপরাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
- / ১৮০৬ বার পড়া হয়েছে
সারাদেশে চলমান তাপপ্রবাহ নিয়ে কোনো সুসংবাদ দিতে পারেনি আবহাওয়া অধিদফতর। উল্টো আবহাওয়া অফিস বলছে, দিনের তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে আজ। অন্যদিকে, সিলেটে আজও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। বিক্ষিপ্তভাবে হতে পারে শিলাবৃষ্টিও।
আবহাওয়াবিদ মো: তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত এক পূর্বাভাসে এসব তথ্য দেয়া হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট বিভাগের দু’এক জায়গায় ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে। এছাড়া, দেশের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এছাড়া সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলেও জানানো হয়েছে। তবে কমতে পারে রাতের তাপমাত্রা। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বিরাজ করবে বলেও সতর্ক করেছে আবহাওয়া অফিস।