তীব্র তাপদাহে রাঙামাটিতে কমেছে পর্যটক
- আপডেট সময় : ১১:২৭:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
- / ১৬৯৪ বার পড়া হয়েছে
তীব্র তাপদাহে অতিষ্ঠ হয়ে উঠেছে রাঙামাটির জনজীবন। গরমে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে বয়স্ক ও শিশুরা। গত কয়েকদিনে রাঙামাটি হাসপাতালে বেড়েছে রোগীর সংখ্যা। গরমে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। গরমের তীব্রতায় কমেছে পর্যটকের আনাগোনা। অনেকটা খালি পড়ে আছে ট্যুরিষ্ট স্পটগুলো।
রাঙামাটিতেও তীব্র তাবদাহ চলছে। তাপমাত্রার পারদ উঠছে নামছে ৩৬ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। জীবীকার তাগিদে যারা বের হচ্ছেন তারা চরম দূর্ভোগ পোহাচ্ছেন।
এদিকে গরমে মানুষ নানা রোগে আক্রান্ত হচ্ছেন। বিশেষ করে শিশু ও বয়স্করা সর্দিকাশি, জ্বর, ডায়েরিয়া, শ্বাসকষ্ট ও এলার্জি জাতীয় রোগে আক্রান্ত হচ্ছেন।
গত কয়েকদিনে রাঙামাটি সদর হাসপাতালে রোগির সংখ্যা তুলনামূলক বেশি। ভর্তি হয়েছে ধারন ক্ষমতার প্রায় দ্বিগুন রোগী। স্বাস্থ্য সচেতন হবার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ ডাক্তার।রাঙামাটি সদর হাসপাতালে ১০০ জনের সীটের বিপরীতে ভর্তি ১৭০ জন। যে কোন পরিস্থিতি মোকাবেলায় সব ধরনের প্রস্তুতির কথা জানালেন হাসপাতাল কতৃপক্ষ।
এদিকে, জেলায় কমে গেছে পর্যটকের সংখ্যা। ব্যবসায় মন্দাভাব দেখা দিয়েছে।



























