নিখোঁজের ৭ ঘণ্টা পর নৌবাহিনী সদস্যের মরদেহ উদ্ধার

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৩০:২৭ অপরাহ্ন, রবিবার, ২১ এপ্রিল ২০২৪
- / ১৭২৩ বার পড়া হয়েছে
ফেনীতে নিখোঁজের ৭ ঘণ্টা পর মুহুরি নদী থেকে আবুল হাসান নামে নৌবাহিনীর এক সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল রাত সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম থেকে আসা একদল ডুবুরি নদী থেকে মরদেহ উদ্ধার করে।
পরশুরাম থানার ওসি মোহাম্মদ শাহাদাৎ হোসেন খান বলেন, ‘কি কারণে তার মৃত্যু হয়েছে তা বলা যাচ্ছে না। ময়নাতদন্ত শেষে বলা যাবে ।এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পাওয়া যায়নি। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। স্থানীয়রা জানায়, শনিবার ছুটিতে বাড়িতে এসে বন্ধুদের সাথে মুহুরি নদীতে সাঁতার কাটতে যান আবুল। হঠাৎ তার নিখোঁজের খবর ছড়িয়ে পড়ে। প্রায় ৭ ঘণ্টা খোঁজাখুঁজির পর মরদেহ উদ্ধার করে ডুবুরিরা। আবুল হাসান উপজেলার চিথলিয়া ইউনিয়নের ধনিকুন্ডা গ্রামের বাসিন্দা। তিনি চট্টগ্রাম নৌঘাঁটিতে সৈনিক পদে কর্মরত ছিলেন।