বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচনেই অংশ নেবে না বিএনপি : মঈন খান
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:০০:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
- / ১৭৩২ বার পড়া হয়েছে
উপজেলা নির্বাচন তো নয়ই, বর্তমান সরকারের অধীনে সাজানো কোনো নির্বাচনেই বিএনপি অংশ নেবে না বলে সাফ জানিয়ে দিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড.আব্দুল মঈন খান।
বিকেলে রাজধানীর মগবাজার-নয়াটোলায় বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অসুস্থ ডাক্তার পারভেজ রেজা কাঁকনকে দেখতে দিয়ে, সাংবাদিকদের তিনি একথা বলেন। ড. মঈন খান বলেন, সরকারের জুলুম নির্যাতনের কারণেই ডাক্তার পারভেজ রেজা অসুস্থ হয়ে পড়েছেন। বর্তমান সরকার বিএনপির কোনো কোনো নেতার নামে তিনশ’ থেকে পাঁচশ মামলা দিয়েছে। বারবার আঘাত করে বিএনপিকে ধ্বংসের চেষ্টা করেছে। তিনি সরকারকে প্রতিহিংসার রাজনীতি পরিহার করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আহ্বান জানান। ৭ জানুয়ারির নির্বাচনে দেশের মানুষ সরকারের বিরুদ্ধে নীরব প্রতিবাদ জানিয়েছে বলেও মন্তব্য করেন মঈন খান।
















