স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রের উন্নয়নে কাজ করছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ১১:০৬:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
- / ১৬৪৪ বার পড়া হয়েছে
স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্ত লাল সেন বলেছেন, শহরের হাসপাতালগুলোতে চাপ কমাতে প্রান্তিক পর্যায়ের স্বাস্থ্য কেন্দ্রগুলোতে জরুরি সেবা উন্নয়নে কাজ করছে সরকার।
কুমিল্লার চান্দিনা সোনাপুর কমিউনিটি ক্লিনিক এর নতুন ভবন উদ্বোধন শেষে তিনি একথা বলেন।এসময় আরো উপস্থিত ছিলেন কুমিল্লার চান্দিনা আসনের এমপি ডা. প্রাণ গোপাল দত্ত, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবিএম খুরশিদ আলমসহ স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করার কথা রয়েছে।