ড. মুহাম্মদ ইউনূসের জামিনের মেয়াদ বাড়ল ২৩ মে পর্যন্ত

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৪৪:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
- / ১৮৫৭ বার পড়া হয়েছে
শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলায় নোবেল জয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের জামিনের মেয়াদ ২৩ মে পর্যন্ত বাড়িয়েছে শ্রম আপিল ট্রাইব্যুনাল। সকালে ড. ইউনূসের আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন জামিন আবেদন দাখিল করেন।
শ্রম আপিল ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন ড. ইউনূস। গত ২৮ জানুয়ারি শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলার রায় চ্যালেঞ্জ করে ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনকে জামিন দেন শ্রম আপিল ট্রাইব্যুনাল। একইসঙ্গে আপিল শুনানির জন্য গ্রহণ করে আদালত। সেদিন শ্রম আদালতের দেওয়া সাজা স্থগিত করে শ্রম আপিল ট্রাইব্যুনাল। এর আগে শ্রম আইন লঙ্ঘনের মামলায় গত ১ জানুয়ারি ছয় মাসের সাজা হয় ড. মুহাম্মদ ইউনূসসহ চার আসামির। পরে আপিল করার শর্তে ড. ইউনূসসহ অন্য আসামিদের এক মাসের জামিন দেওয়া হয়।