অত্যাচারী শাসকের পদতলে দেশ আজ পিষ্ট : রিজভী
 
																
								
							
                                - আপডেট সময় : ০৭:৩৪:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৫ এপ্রিল ২০২৪
- / ১৭৩৭ বার পড়া হয়েছে
অত্যাচারী শাসকের পদতলে দেশ আজ পিষ্ট বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি দাবি করেন, প্রধানমন্ত্রীর আশীর্বাদপুষ্ট সাবেক আইজিপি বেনজীরসহ অনেকেই হাজার হাজার কোটি টাকা বানিয়েছেন। বিএনপির অসংখ্য নেতাকর্মীদের গুম, খুনের পেছনেও তাদের আঁতাত আছে বলে অভিযোগ করেন তিনি।
দুপুরে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রিজভী আরো বলেন, এসব চাটুকারদের কারণেই নিম্নবিত্ত ও মধ্যবিত্ত মানুষের ক্রয়ক্ষমতা দিন দিন কমছে। এছাড়া মেগা প্রজেক্ট ও অবাধে ব্যাংক লুটের কথা এখন কল্পকাহিনীতে পরিণত হয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, দীর্ঘ দেড় দশক ধরে জনগণের পকেট কাটার কারণে এখন দেশে হাহাকার পড়েছে। অনাহার-অর্ধাহারে ক্ষুধার্ত মানুষ এবারের ঈদে চরম দুর্দশার মাঝে দিন কাটিয়েছে। ওবায়দুল কাদের নিজের অস্তিত্ব রক্ষা করতে গিয়ে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের অবদান নিয়ে কথা বলার ঔদ্ধত্য দেখাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। উপজেলা নির্বাচন প্রসঙ্গে তিনি আরো বলেন, না অংশ নেয়ার সিদ্ধান্তেই আছে বিএনপি।

 
																			 
																		























