মদ পান করে ৩ যুবকের মৃত্যু
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০১:৫৯:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১২ এপ্রিল ২০২৪
 - / ১৯৭০ বার পড়া হয়েছে
 
নওগাঁর মান্দায় মদ পান করে ৩ যুবকের মৃত্যু হয়েছে। তাদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মৃত তিনজনের মধ্যে দু’জন হলো, নিশাত ও পিন্টু। অন্যজনের নাম-পরিচয় এখনো পাওয়া যায়নি। তবে তাদের তিনজনেরই বাড়ি মান্দা উপজেলার পাকুরিয়া গ্রামে। মান্দা থানার ওসি মোজাম্মেল হক কাজী জানান, ঈদের দিন বিকেলে পাকুরিয়া গ্রামের একটি নির্জন স্থানে তাদের পড়ে থাকতে দেখে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। পরে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে। ধারণা করা হচ্ছে, বিষাক্ত ও অতিরিক্ত মদ পানে তাদের মৃত্যু হয়েছে। ময়না তদন্তের জন্য মরদেহ নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পুলিশ তদন্তে নেমেছে। মদ বিক্রেতাকে খোঁজা হলেও আশেপাশের এলাকার সব মদের দোকান বন্ধ করে সংশ্লিষ্টরা গা-ঢাকা দিয়েছে।
																			
																		















