হতাশার মধ্য দিয়ে অনেকে ঈদ পালন করছে: জিএম কাদের

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩৮:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ এপ্রিল ২০২৪
- / ১৭২৮ বার পড়া হয়েছে
হতাশার মধ্য দিয়ে অনেকে ঈদ পালন করছে, আনন্দ ছড়িয়ে দিতে সরকারসহ স্বচ্ছল ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জাতীয়পার্টি চেয়ারম্যান জিএম কাদের।
রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাতে অংশ নিয়ে তিনি একথা বলেন।এসময় জিএম কাদের আরো বলেন, দলীয় প্রতীক নিয়ে উপজেলা নির্বাচন করবে জাতীয় পার্টি। নির্বাচনে ভোটার উপস্থিতি নিশ্চিতসহ অংশগ্রহণমূলক করার দাবী জানান তিনি। কালেক্টরেট ঈদগাহে সকাল সাড়ে ৮টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, বিভাগীয় কমিশনার জাকির হোসেনসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ প্রধান জামাতে নামাজ আদায় করেন।