রোজার শেষ মুহূর্তে ভিড় ময়মনসিংহের বিভিন্ন বিপণিবিতানে
- আপডেট সময় : ১০:৩২:০৫ পূর্বাহ্ন, রবিবার, ৭ এপ্রিল ২০২৪
- / ১৮৮০ বার পড়া হয়েছে
ঈদের বাকি আর মাত্র কয়েকদিন। সময় যত ঘনিয়ে আসছে ততই ভিড় বাড়ছে ময়মনসিংহের বিপণিবিতান গুলোতে। পোশাকের দাম নিয়ে ক্রেতাদের অভিযোগ থাকলেও বিক্রেতারা বলছেন আশাজনক ক্রেতা না থাকায় ব্যবসা এবার মন্দা। এদিকে পুলিশ প্রশাসন বলছে, মার্কেটসহ বিভিন্ন পয়েন্টে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।
ঈদকে কেন্দ্র করে ময়মনসিংহের তাজমহল, গাঙ্গিনারপাড়, নতুন বাজার, চড়পাড়ার মার্কেট গুলো সেজেছে নতুন সাজে। বাহারি নামে ও ডিজাইনে শাড়ী, থ্রি-পিছ, টপস্, শার্ট, প্যান্ট, টিশার্ট শোভা পাচ্ছে শোরুম গুলোতে। দাম কষাকষি করে পছন্দের পোষাক কিনে নিচ্ছেন ক্রেতারা। তবে গত কয়েক বছরের তুলনায় এবছর পোষাকের দাম বেশি বলে অভিযোগ তাদের। দাম একটু বেশি থাকায় ক্রেতার সংখ্যা কিছুটা কম থাকলেও শেষের দিকে ক্রেতা সংখ্যা আরো বাড়বে বলে আশা করছেন বিক্রেতারা।
ক্রেতা ও বিক্রেতাদের যাতায়াত এবং মার্কেট গুলোতে চুরি ছিনতাই রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান জেলা পুলিশ সুপার। ছুটির দিনেও সকাল থেকে মধ্যরাত পর্যন্ত খোলা থাকছে মার্কেট, শপিং মলসহ বিভিন্ন শো-রুম গুলো।
















