গাজীপুর ও বাগেরহাটে দুই নারীর মরদেহ উদ্ধার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৪৯:৪৫ অপরাহ্ন, শনিবার, ৬ এপ্রিল ২০২৪
- / ১৯৬৬ বার পড়া হয়েছে
গাজীপুর ও বাগেরহাটে দুই নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গাজীপুরের মেম্বারবাড়ি এলাকায় মহাসড়কের পাশে আম বাগান থেকে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সকালে গাজীপুরের মেম্বার বাড়ি এলাকায় মহাসড়কের পাশে আনুমানিক ৪০ বছর বয়সী ওই নারীর গলাকাটা মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।পুলিশ জানায়,মরদেহের পাশে একটি চাকু পাওয়া গেছে।
বাগেরহাটের মোল্লাহাটে মৎস্য ঘের থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সকালে মোল্লাহাট উপজেলার চরকান্তি এলাকার একটি মৎস্যঘের থেকে মধ্য বয়সী ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। নিহতের পরিচয় জানতে ও হত্যার কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।
























