ঈদে ঘরমুখো যাত্রীদের চাপ বেড়েছে চট্টগ্রাম রেলস্টেশন
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০০:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৫ এপ্রিল ২০২৪
- / ১৮২২ বার পড়া হয়েছে
ঈদযাত্রায় শুরু হয়েছে ঘরেফেরা। সাপ্তাহিক ছুটির প্রথম দিনেই বাস টার্মিনাল ও রেলস্টেশনে বেড়েছে যাত্রীদের সরব উপস্থিতি। তবে ঈদের আগে সোম-মঙ্গল দু’দিন অফিস খোলা থাকায় এখনই বাড়ী ফিরতে পারছেন না অফিসগামীরা।
ঈদের পর শুক্র-শনিবার আর পয়লা বৈশাখ মিলিয়ে দীর্ঘ ছুটির সুবিধা পাওয়ায় এবার স্বস্তি নিয়ে ঈদ উদযাপন করতে পারবেন ঘরমুখী মানুষ। ঈদুল ফিতরের ৫ দিন বাকী থাকলেও, যারা সুযোগ পেয়েছেন, ঈদ উদযাপনে সপরিবারে বাড়ী ছুটছেন তারা। ঢাকা থেকে দেশের বিভিন্ন গন্তব্যে বাস ছেড়ে গেলেও এখনো যাত্রীদের চাপ খুব বাড়েনি। লম্বা ছুটির কারণে যাত্রীদের যাত্রা হবে আরামদায়ক, এমনটাই জানান পরিবহন শ্রমিকরা। তবে কমলাপুর রেলস্টেশনে রয়েছে যাত্রীদের ভীড়। অনলাইনে টিকিট বিক্রি করায় কমেছে কালোবাজারী। ঈদযাত্রায় স্বস্তির কথা জানান ঘরমুখো যাত্রীরা।




















