বিএনপিকে নিশ্চিহ্ন করতে সরকার নানা ছুতো খুঁজছে : মঈন খান

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪১:৫৮ অপরাহ্ন, বুধবার, ৩ এপ্রিল ২০২৪
- / ১৭০২ বার পড়া হয়েছে
বিএনপিকে নিশ্চিহ্ন করতে সরকার নানা ছুতো খুঁজছে বলে অভিযোগ করেছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান।
সকালে সদ্য কারামুক্ত সাবেক যুবদল নেতা এস এম জাহাঙ্গীরের উত্তরার বাসায় তিনি আরো বলেন, দেশে এক দলীয় শাসন চলছে। দেশ এখন উত্তর কোরিয়ার পথে। তিনি বলেন, বিএনপি শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক আন্দোলনে বিশ্বাস করে। মানুষ নীরব প্রতিবাদের মাধ্যমে আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে। ভুল পথে হেঁটে সরকার মানুষকে ধোঁকা দিতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন নৌকা ডুবে যাওয়ার ভয়ে দলীয় প্রার্থী দিচ্ছে না আওয়ামী লীগ।