ঈদ উপলক্ষ্যে চট্টগ্রামে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:২৫:৩৬ অপরাহ্ন, রবিবার, ৩১ মার্চ ২০২৪
- / ১৮৯৭ বার পড়া হয়েছে
ঈদ কেন্দ্র করে বন্দর নগরী চট্টগ্রামে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়।
দুপুরে নগরীর নিউ মার্কেট এলাকা পরিদর্শন শেষে তিনি আরো বলেন, প্রতি বছরের মতো ঈদের আগে মার্কেট কেন্দ্রিক চাঁদাবাজি, ছিনতাই প্রতিরোধসহ সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় ঈদের দিন ঈদ জামাতের নিরাপত্তাসহ ঈদের ছুটিতে ফাঁকা শহরের নিরাপত্তা নিশ্চিতে তিন ভাগে অ্যাকশান প্ল্যান তৈরি করেছে সিএমপি। পোশাকি পুলিশ সদস্যদের সঙ্গে গোয়েন্দা কার্যক্রম বৃদ্ধি ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে কেউ যাতে গুজব ছড়িয়ে উত্তপ্ত পরিস্থিতি তৈরি করতে না পারে সে ব্যাপারেও সাইবার ইউনিটকে সক্রিয় রাখা হয়েছে বলেও জানান তিনি। এসময় ক্রেতাদের জিম্মি করে অধিক লাভের মনোভাব থেকে সরে আসতে ব্যবসায়ীদের প্রতিও আহবান জানান তিনি।

























