উপজেলা নির্বাচনে এমপিরা হস্তক্ষেপ করতে পারবে নাঃ ওবায়দুল কাদের

- আপডেট সময় : ০৩:৩৫:৩৭ অপরাহ্ন, শনিবার, ৩০ মার্চ ২০২৪
- / ১৭৯৬ বার পড়া হয়েছে
ফ্রি স্টাইলে দল চলতে পারে না জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, উপজেলা নির্বাচনে এমপিরা হস্তক্ষেপ করতে পারবে না। সংসদ সদস্যরা নির্বাচনে নিজের লোক জেতাতে প্রভাব বিস্তার করলে দল কোনোভাবেই তা মেনে নেবে না।
দুপুরে আওয়ামী লীগের রংপুর বিভাগীয় মতবিনিময় সভায় সেতুমন্ত্রী আরো বলেন, উপজেলা নির্বাচন উন্মুক্ত করে দিয়েছেন শেখ হাসিনা। এর আগে ইউনিয়ন পর্যায়ে নৌকা দেয়া হয়েছে। এবার থাকছে উন্মুক্ত। এতে কতটা প্রতিযোগিতামূলক, কতটা প্রতিদ্বন্দ্বিতামূলক হবে তা দেখা যাবে। কাদের বলেন, জনগণের সঙ্গে সেতু তৈরি করতে হবে। যেখানে যেখানে দেয়াল আছে সেগুলো ভেঙে দিতে হবে। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খানের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, আসাদুজ্জামান নূর এমপিসহ অনেকেই।