এমপি-মন্ত্রীর বিএনপিকে নিয়ে বক্তব্যর সত্যতা নেই: মঈন খান

এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:০৯:২৯ অপরাহ্ন, শনিবার, ৩০ মার্চ ২০২৪
- / ১৮৩৩ বার পড়া হয়েছে
বর্তমান সরকারের এমপি-মন্ত্রীরা বিএনপিকে নিয়ে যে ধরনের বক্তব্য দিচ্ছে তার কোন সত্যতা নেই বলে জানিয়েছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।
ঢাকা মহানগর দক্ষিণ সদস্য সচিব রবিউল ইসলাম নয়নের বাসায় গিয়ে এসব কথা বলেন তিনি। বিদেশীদের উপর বিএনপি কখনো নির্ভর করে না জানিয়ে তিনি জানান, বিএনপি বিদেশীদের উপর নির্ভর করলে ধারাবাহিক ভাবে আন্দোলন অব্যাহত রাখতো না। জনগণের ভালোবাসা নিয়ে সরকার যদি ক্ষমতায় থাকতে চায় তা হলে জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতে হবে। সরকার মুখে যা বলে তা তাদের কাজের মধ্যেমে প্রমাণ করার দাবি জানান ড. মঈন খান।