কানের ভেতর ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে পরীক্ষায় নকল
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২১:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
- / ১৭৫১ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ায় কানের ভেতর বিশেষ কায়দায় ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে নকল করে নিয়োগ পরীক্ষা দেয়ায় দুজনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।
সকালে ব্রাহ্মণবাড়িয়া পৌর ডিগ্রী কলেজে অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা কেন্দ্র থেকে তাদের আটক করা হয়। আটক দুই পরীক্ষার্থীর নাম রিনা আক্তার ও তার ভাই আব্দুল জলিল। তাদের বাড়ি জেলার বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের টুকচানপুর গ্রামে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সেলিম শেখ জানান, ডিভাইসের মাধ্যমে পরীক্ষার্থীরা হয়তো পরীক্ষার শেষ দশ মিনিট আগে উত্তর লেখার চেষ্টা করতো। এর পেছনে একটি বিশাল চক্র থাকতে পারে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। চক্রের সাথে জড়িত সবাইকে আটকের চেষ্টা অব্যাহত থাকবে।
















