কক্সবাজারে নারীর গলা কাটা মরদেহ উদ্ধার

এস. এ টিভি
- আপডেট সময় : ১১:৪৪:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মার্চ ২০২৪
- / ১৮০২ বার পড়া হয়েছে
কক্সবাজার শহরের দক্ষিণ রুমালিয়ার ছড়া এলাকায় রিনা আক্তার নামে এক নারীর গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রাতে তার নিজ বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়।
নিহতের স্বামী আবু নাছের ওসমানি বলেন, তিনি তারাবি নামাজ পড়ার জন্য মসজিদে ছিলেন। পরে বাড়িতে এসে দেখেন স্ত্রীর গলাকাটা মরদেহ খাটের উপর পড়ে আছে। এসময় বাড়িতে থাকা স্বর্ণলঙ্কার লুট করা হয়েছে বলেও জানিয়েছেন স্বজনরা। এদিকে, এ ঘটনায় নিহতের স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ। এছাড়াও বাড়ির কেয়ারটেকার এবং দোতলার ফ্ল্যাটে ভাড়া থাকা এক রোহিঙ্গা নারীকেও হেফাজতে নেয়া হয়েছে। কক্সবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান জানান, গলা কাটায় ব্যবহৃত, দা’ জব্দ করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে হেফাজতে নেয়া হয়েছে। ঘটনার তদন্ত চলছে।