ফরিদপুরে হঠাৎ করেই বৃদ্ধি পেয়েছে পেঁয়াজের দাম

এস. এ টিভি
- আপডেট সময় : ১১:১৩:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪
- / ২৩৬০ বার পড়া হয়েছে
ফরিদপুরে হঠাৎ করেই পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে। এতে করে সাধারন মানুষের মাঝে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
ভারত থেকে পেঁয়াজ আমদানির খবরে দেশের সর্বাধিক পেঁয়াজ উৎপাদনকারী জেলা- ফরিদপুরে পাইকারী বাজারে পিয়াজের দাম কমতে থাকে। সেই সময়ে প্রতিমণ মুড়িকাটা পিয়াজের দাম ছিল ৮ থেকে ৯হাজার টাকা। ওই সময়ে ভারত থেকে পেঁয়াজ আমদানির খবরে পাইকারী বাজারে প্রায় ২হাজার টাকা মন প্রতি কমে যায় পিয়াজের দাম। বাজারে তখন প্রতিকেজী পিয়াজের দাম ৮০ থেকে ৯০ টাকায় বিক্রি হয়।এরপর গত দুইদিন আগে হঠাৎ করে ভারত থেকে সব ধরনের পেঁয়াজ আমদানির উপর নিষেধাজ্ঞা জারি করার পরপরই ১০ থেকে ১৫ টাকা বৃদ্ধি পায়। বর্তমানে প্রতিটি বাজারে কেজি প্রতি ৫০ থেকে ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। ফরিদপুর কৃষি বিভাগের জানায়, এবছর জেলায় প্রায় ৩৬হাজার হেক্টর জমিতে পিয়াজ আবাদ করা হয়েছে।