পাইকারী ক্রেতাদের ভীড়ে জমজমাট বৃহত্তম কাপড়ের বাজার
- আপডেট সময় : ১০:০২:২২ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০২৪
- / ১৮৩৬ বার পড়া হয়েছে
ঈদকে সামনে রেখে পাইকারী ক্রেতাদের ভীড় বাড়ছে দেশের বৃহত্তম দেশীয় কাপড়ের বাজার- নরসিংদীর বাবুরহাটে। রমজানের এক সপ্তাহ আগে থেকেই জমজমাট হয়ে ওঠে এখানকার বেচাকেনা। দেশের অন্য বাজারের তুলনায় মানসম্মত সব ধরনের দেশীয় কাপড় পাওয়া যাচ্ছে এখানে। তাই পাইকারদের পাশাপাশি আশেপাশের খুচরা ক্রেতারাও এই হাটে আসছেন। তবে ব্যবসায়ীরা বলছেন, অর্থনৈতিক সংকটে এবার অন্য বছরগুলোর তুলনায় ক্রেতাদের আনাগোনা কম।
সবচেয়ে বড় কাপড়ের বাজার নরসিংদীর শেখেরচর বাবুরহাট। ঈদকে সামনে রেখে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকারী ক্রেতা ও বিক্রেতাদের পদচারণায় মুখর থাকে এই হাটটি। তবে এবছর কাপড় উৎপাদনের খরচ কিছুটা বেশি ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে কেনাকাটায় কিছুটা প্রভাব পড়ায় দু:শ্চিন্তায় ব্যবসায়িরা।
এদিকে ক্রেতা-বিক্রেতাদের বেচা-কেনায় রয়েছে চার স্তরের নিরাপত্তা বেষ্টনী। তবে, বাজারের পানি নিষ্কাশন ব্যবস্থা ঠিক করাসহ পর্যাপ্ত টয়লেট নির্মানে সরকারের কাছে দাবি জানিয়েছেন বাজার বণিক সমিতি নেতারা ।
ঈদ উপলক্ষে প্রতি হাটে প্রায় হাজার কোটি টাকা বেচা-কেনা হওয়ার কথা থাকলেও এবার এই সংখ্যাটা অর্ধেকে নেমে আসার শঙ্কা তাদের ।
দেশীয় কাপড়ের সবচেয়ে বড় এই হাটে ছোট বড় মিলিয়ে দোকান আছে প্রায় পাঁচ হাজার। সামনের দিনগুলোতে ঈদ কেনাকাটা আরো ভাল হবে এমনটাই প্রত্যাশা ব্যবসায়ীদের ।
















