ইফতার খাওয়া ও আ’লীগের গিবত গাওয়া এখন বিএনপির কাজ : প্রধানমন্ত্রী

- আপডেট সময় : ০৭:১৮:০৮ অপরাহ্ন, সোমবার, ১৮ মার্চ ২০২৪
- / ১৭৯৬ বার পড়া হয়েছে
ইফতার খাওয়া ও আওয়ামী লীগের গীবত গাওয়াই এখন বিএনপির কাজ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগের আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি । শেখ হাসিনা বলেন, গণতন্ত্র থেকে স্বাধীনতা, এদেশের মানুষ যা পেয়েছে তা আওয়ামী লীগের কাছ থেকেই পেয়েছে আর বিএনপি আবারো দেশকে অন্ধকার যুগে ঠেলে দিতে চায়। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলাই বঙ্গবন্ধুর জন্মদিনে অঙ্গীকার বলেও মন্তব্য করেন তিনি।
বঙ্গবন্ধুর ১০৪তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর তেজগাঁও এ আওয়ামী লীগ কার্যালয়ের আলোচনা সভার প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দলীয় নেতাদের বক্তব্যের পর বক্তার আসনে আওয়ামী লীগ সভাপতি। শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধু জন্মেছিলেন বলেই বিশ্ব দরবারে মর্যাদার আসনে অধিষ্ঠিত হতে পেরেছে বাংলাদেশ।
দেশের সব অর্জণের নেপথ্যে আওয়ামী লীগের অবদান রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
শেখ হাসিনা বলেন, পবিত্র রমযানে গীবত গাওয়াই বিএনপি নেতাদের প্রধান কাজ।
আশে পাশের দরিদ্র প্রতিবেশীর খোজ খবর নিতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দেন আওয়ামী লীগ সভাপতি।
বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলাই তাঁর জন্মদিনে আওয়ামী লীগের অঙ্গীকার বলে জানান বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।