বাংলাদেশের দেয়া ২৮৬ রানের টার্গেটে ব্যাট করছে শ্রীলঙ্কা
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০৮:৪৬:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মার্চ ২০২৪
 - / ১৮৬০ বার পড়া হয়েছে
 
চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের দেয়া ২৮৬ রানের টার্গেটে ব্যাট করছে শ্রীলঙ্কা। শেষ খবর পাওয়া পর্যন্ত লঙ্কানদের সংগ্রহ ৩ উইকেটে ৮৩ রান।
এর আগে চট্টগ্রামে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় বাংলাদেশ। শূন্য রানে ফেরেন ওপেনার লিটন দাশ। দ্বিতীয় উইকেটে সৌম্য সরকারকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন অধিনায়ক নাজমুল শান্ত। ৪০ করেন শান্ত ফিরলেও ফিফটি তুলে নেন সৌম্য। ৬৬ বলে ৬৮ রান করে ফেরেন এই টাইগার ব্যাটার। এরপর মাহমুদউল্লাহ শূন্য ও মুশফিক ২৫ রানে ফিরলেও একপাশ আগলে রাখেন তওহীদ হৃদয়। ১০২ বলে ৯৬ রানে অপরাজিত থাকেন তওহীদ। আর নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ২৮৬ রানের সংগ্রহ পায় বাংলাদেশ।
																			
																		
















