বাজার নিয়ন্ত্রণে ব্যর্থতার কথা স্বীকার বাণিজ্য প্রতিমন্ত্রীর

এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:১৪:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪
- / ১৯১৪ বার পড়া হয়েছে
সুপারশপ আর কাঁচাবাজারে তুলনা করে পণ্য কেনার আহ্বান জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম।
তার দাবি সুপারশপে তুলনা মূলক কম ও নির্ধারিত দামে পণ্য বিক্রি হয়। কাঁচা বাজারে বিক্রেতারা বেশি দামে বিক্রি করায় অনেক সময় সেই দামই প্রতিষ্ঠিত হয়ে যায়। লেবু, বেগুন সব বেশি কিছু পণ্যের চড়া দাম প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, কৃষিপণ্য বিপণন ও বাজারজাত করার ক্ষমতা বাণিজ্য মন্ত্রণালয়ের নেই, তাই মন্ত্রণালয়ের কিছু করার নাই।
বাজার নিয়ন্ত্রণে শতভাগ সফলতা আনতে না পারার কথা স্বীকার করেন প্রতিমন্ত্রী বলেন, উৎপাদনের পর পরিবহনসহ অন্যান্য কারণে দাম বেড়ে যাচ্ছে।