ব্রাহ্মণবাড়িয়ায় চলছে অবৈধ গ্যাস সংযোগের মহোৎসব

- আপডেট সময় : ০৯:৫৪:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪
- / ১৮৩৬ বার পড়া হয়েছে
দেশব্যাপী চরম গ্যাস সংকটেও ব্রাহ্মণবাড়িয়ায় চলছে অবৈধ গ্যাস সংযোগের মহোৎসব। দফায় দফায় প্রশাসনিক অভিযান চালিয়েও প্রতিরোধ করা যায়নি।অসাধু কর্মকতা-কর্মচারীদের যোগসাজসে একটি চক্র অবৈধ গ্যাস সংযোগে মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে, এমন অভিযোগ জানিয়েছেন স্থানীয়রা।
সরকারি ভাবে আবাসিক গ্রাহকদের গ্যাস সংযোগ বন্ধ রয়েছে র্দীঘ দিন। ভিন্ন চিত্র ব্রাহ্মণবাড়িয়ায়। আইনের প্রতি তোয়ক্কা না করে সংশ্লিদের ম্যানেজ করে গ্রাহকদের কাছ থেকে মোট অংকের অর্থ হাতিয়ে নিয়ে একটি চক্র, বাসা বাড়ীতে অবৈধ গ্যাস সংযোগ দিচ্ছে। বিভিন্ন সময়ে নামে মাত্র অভিযান চালানো হলেও তেমন সুফল পাওয়া যাচ্ছে না।
নাগরিক সমাজের প্রতিনিধিরা ঘটনায় জড়িত সকলকে আইনের আওতায় আনার দাবি জানান ।
বাখরাবাদ গ্যাস ডিষ্টিবিশন কোম্পানি লিমিটেডের উপমহাব্যবস্থাপক বিষয়টি স্বীকার করে বলেন এই বিষয়ে তারা দ্রত যৌথ অভিযান পরিচালনা করবেন।
দ্রুত অবৈধ সংযোগকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এমনটাই প্রত্যাশা ভুক্তভোগীদের।