ভারতে বেটিং কেলেঙ্কারির তদন্তে উঠে এলো সাকিবের বোনের নাম

এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:২৩:১৯ অপরাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪
- / ১৮২৯ বার পড়া হয়েছে
ভারতে বেটিং কেলেঙ্কারির তদন্তে উঠে এলো টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানের বোনের নাম।
ভারতে বহুল আলোচিত মহাদেব বেটিং অ্যাপ কেলেঙ্কারির তদন্তে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, ইলেভেন উইকেট ডট কম নামে একটি অনলাইন বেটিং অ্যাপে বিনিয়োগ করেছেন সাকিব আল হাসানের ছোট বোন জান্নাতুল হাসান। অনলাইন বেটিং অ্যাপে বোনের সম্পৃক্ততার অভিযোগ নিয়ে সাকিব আল হাসানের কোন বক্তব্য পাওয়া যায়নি। এ-সংক্রান্ত কোনো অভিযোগ বা তথ্যও এখনো পাননি বলে জানান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ।