নানা আয়োজনে ৭ মার্চ পালন করছে সামাজিক ও রাজনৈতিক সংগঠন
																
								
							
                                - আপডেট সময় : ০৬:৪৮:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মার্চ ২০২৪
 - / ১৮১৯ বার পড়া হয়েছে
 
ঐতিহাসিক ৭ মার্চ আজ । বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রামের এক অবিস্মরণীয় দিন। ১৯৭১ সালের এই দিনে তৎকালীন রেসকোর্স ময়দানের বিশাল জনসমুদ্রে দাঁড়িয়ে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ডাক দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ঐতিহাসিক সেই ভাষণই পরবর্তীতে বাঙালি অর্জন করে স্বাধীনতা। এ উপলক্ষে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনগুলোর পক্ষ থেকে আলাদা আলাদা ভাবে এই কর্মসুচী পালন করা হয়েছে।
আপস:…
বন্দর নগরী চট্টগ্রামে বিভাগীয় ও জেলা প্রশাসন ছাড়াও আওয়ামীলীগের বিভিন্ন অংগ ও সহযোগী সংগঠনসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনগুলোর পক্ষ থেকে আলাদা আলাদা ভাবে এই কর্মসূচি পালন হয়।
যথাযোগ্য মর্যাদা, বিনম্র শ্রদ্ধা, গার্ড অব অনার প্রদানসহ নানা আয়োজনের মধ্য দিয়ে বিভাগীয় নগরী রংপুরে পালিত হয় ৭ই মার্চ। শিক্ষার্থীরা বঙ্গবন্ধুর ম্যুরালে বিনম্র শ্রদ্ধায় পুষ্পস্তবক অর্পণ করেন সবাই।
খুলনায় যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণের স্মৃতি বিজড়িত দিবস পালিত হয়। শহিদ হাদিস পার্ক থেকে বর্ণাঢ্য রেলি শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে খুলনা কালেক্টরেট প্রাঙ্গণে এসে শেষ হয়।
নানা কর্মসূচির মধ্যদিয়ে বরিশালে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপিত হয়েছে সূর্যোদয়ের সাথে সাথে নগরীর সোহেল চত্বরস্থ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়
দিনাজপুরে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পণ করেছেন সংসদের হুইপ ইকবালুর রহিম।
নানা কর্মসূচিতে ঝিনাইদহে ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে। শহরের প্রেরণা একাত্তর চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জেলা প্রশাসন পরে পুলিশ বিভাগ, মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে শ্রদ্ধা জানায়।
মাগুরায় নানা আয়োজনের মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ মার্চ চালিত হচ্ছে। নোমানি ময়দানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে উপস্থিত ছিলেন সাকিব আল হাসান।
কক্সবাজারে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেছেন সমাজকল্যাণ মন্ত্রী ডা.দীপু মনি।
যথাযোগ্য মর্যাদায় জামালপুরে ঐতিহাসিক ৭ ই মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
কুষ্টিয়ায় জেলা প্রশাসক চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষ্কর্য্যে পুষ্পমাল্য অর্পণের মধ্যদিয়ে দিনের কর্মসুচির সূচনা হয়।
সরকারি ও দলীয় নানা কর্মসূচিতে ঐতিহাসিক ৭ই মার্চ উযাপিত হয় নীলফামারীতে।
নওগাঁয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রথমে শ্রদ্ধা জানান খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
এছাড়াও নাটোর, মেহেরপুর, নেত্রকোণা, রাজবাড়ী, পটুয়াখালী,নড়াইল, মানিকগঞ্জে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত হয়েছে।
এসএটিভি নিউজডেস্ক।
																			
																		














