ঐতিহাসিক ৭ মার্চ আজ
																
								
							
                                - আপডেট সময় : ১০:৪৭:৫১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মার্চ ২০২৪
 - / ১৭৭৭ বার পড়া হয়েছে
 
ঐতিহাসিক ৭ মার্চ আজ । বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রামের এক অবিস্মরণীয় দিন। ১৯৭১ সালের এই দিনে তৎকালীন রেসকোর্স ময়দানের বিশাল জনসমুদ্রে দাঁড়িয়ে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ডাক দেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ঐতিহাসিক সেই ভাষণই পরবর্তীতে বাঙালির স্বাধীনতা সংগ্রামের বীজ রোপন করে। আর এভাবেই বিশ্ব রাজনীতির কবি হিসেবে স্বীকৃতি অর্জন করেন শেখ মুজিবুর রহমান।
৭ মার্চ ১৯৭১। মিছিলের নগরীতে পরিনত হয় ঢাকা।
স্বাধিকারের চেতনায় উত্তাল প্রতিটি মিছিল গিয়ে মিশে তৎকালীন রেসকোর্সের মোহনায়।
বিকেল ৩টা কুড়ি মিনিটে জনসমুদ্রের সামনে থাকা মঞ্চে দৃপ্ত পায়ে উঠে দাঁড়ান বঙ্গবন্ধু।
বক্তব্যের শুরুতেই ঢাকাসহ সারাদেশে স্বাধীনতাকামীদের উপর হানাদার বাহিনীর নির্যাতনের তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি।
২৩ বছরের নির্যাতনের করুণ ইতিহাসের কথাও স্মরণ করিয়ে দেন।
আলোচনার পাশাপাশি ন্যায্যতার প্রশ্নে নিজের অবস্থান স্পষ্ট করেন বঙ্গবন্ধু।
সেনা সদস্যদের ব্যারাকে ফিরে যাবার আহ্বান জানান শেখ মুজিব।
বলেন প্রধানমন্ত্রীত্ব নয়, জনগনের অধিকারই তাঁর একমাত্র চাওয়া।
মুক্তিকামী জনতাকে দাবিয়ে রাখা যাবে না বলেও হুশিয়ারি দেন বঙ্গবন্ধু।
সবশেষ সাফ জানিয়ে দেন, এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম।
																			
																		














