মেয়াদ দেড় বছর আগে শেষ,কাজ হয়েছে মাত্র ৩০ শতাংশ
																
								
							
                                - আপডেট সময় : ১১:৪৩:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ৬ মার্চ ২০২৪
 - / ১৭৭১ বার পড়া হয়েছে
 
খুলনায় এক সেতু নির্মাণ কাজের মেয়াদ দেড় বছর আগে শেষ হলেও কাজ হয়েছে মাত্র ৩০ শতাংশ। কাজের ধীরগতিতে প্রকল্প বাস্তবায়নে অনিশ্চয়তা দেখা দিয়েছে। তবে ঠিকাদার ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বলছেন, প্রতিকূল পরিবেশ না থাকায় কাজ করা সম্ভব হয়নি। আর এলাকাবাসী বলছেন, ঠিকাদারের গাফিলতিতে ভোগান্তি বেড়েছে মানুষের।
খুলনা জেলার ডুমুরিয়ার আটলিয়া ইউনিয়নের আধারমানি পুঁঠিমারী নদীর ওপর নির্মিত হচ্ছে সেতু। ১২ মিটার দীর্ঘ সেতু নির্মাণের ব্যয় ৮১ লাখ টাকা। ২০২২ সালে ফেব্রুয়ারি মাঝামাঝিতে শুরু এই নির্মাণ কাজ ৬ মাসে শেষ করার কথা থাকলেও তা বাস্তবায়ন হয়নি।
নদীর ওপর সরু বেড়িবাঁধ নির্মাণ ও রাস্তা তৈরি করে চলছে জনজীবন। স্কুল, কলেজ, হাসপাতাল ও কৃষিপণ্য বাজারজাতকরণসহ সব ধরনের মানুষের। আর তাতেই ভোগান্তিতে পরেছে এ সকল মানুষ।
ঠিকাদারকে না পাওয়া গেলেও, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বলছেন, কাজের অগ্রগতি ৩০ ভাগ শেষ হয়েছে।
সেতুটি চালু হলে অর্থনেতিক উন্নয়ন ও লাখখানেক মানুষের দুর্ভোগ কমবে বলে জানান স্থানীয়রা।
																			
																		
















