সিরাজগঞ্জের শাহজাদপুরে বাড়ি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে প্রাণ গেল কৃষকের

এস. এ টিভি
- আপডেট সময় : ১০:৫৫:১৭ পূর্বাহ্ন, রবিবার, ৩ মার্চ ২০২৪
- / ১৮৭৭ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জের শাহজাদপুরে বাড়ি নিয়ে বিরোধের জেরে মল্লিক গোষ্ঠী ও বেপারী গোষ্ঠীর সংঘর্ষে দুলাল মল্লিক নামে এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হন।
গতকাল সন্ধ্যায় উপজেলার কৈজুরী ইউনিয়নের ঠুঁটিয়ার চরে এ ঘটনা ঘটে। স্থানীয় ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জানান, ঠুঁটিয়া গ্রামে মল্লিক গোষ্ঠী আর বেপারী গোষ্ঠীর মধ্যে বাড়ি নিয়ে দ্বন্দ্ব চলছিল। গতকাল বাড়িটি পরিমাপ করতে গেলে দু-পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। তাৎক্ষণিক বিষয়টি মীমাংসা করে সবাইকে শান্ত থাকতে অনুরোধ করা হয়। পরে সন্ধ্যার দিকে দুই পক্ষের মধ্যে আবারও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত
হন। তবে গুরুতর আহত দুলাল মল্লিককে হাসপাতালে নেয়া হলে পথেই তিনি মারা যান। শাহজাদপুর থানার ওসি খায়রুল বাশার জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনি পদক্ষেপের প্রক্রিয়া চলছে।