ময়মনসিংহ সিটি নির্বাচন ঘিরে ব্যস্ত প্রেস পাড়া
- আপডেট সময় : ১১:১৬:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৪
- / ১৯১৭ বার পড়া হয়েছে
ময়মনসিংহে সিটি নির্বাচন ঘিরে ব্যস্ত প্রেস পাড়া। প্রার্থীদের পোস্টার, লিফলেট, ব্যানার তৈরিতে দিনরাত কাজ চলছে ছাপাখানায়। তবে বেড়েছে শ্রমিকদের মজুরি আর কাগজ-কালির দাম। ফলে লোকসানে মূদ্রণ শিল্প। ক্ষতি পুষিয়ে নিতে শীর্ষ ব্যবসায়ী সংগঠনের সহযোগিতা চাইলেন এ ব্যবসায়িরা।
৯ মার্চ ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নির্বাচন। কর্মচাঞ্চল্যর শহরের প্রেস পাড়ায়। প্রার্থীরা নিজ চাহিদা মতো ছাপাচ্ছেন পোস্টার, ব্যানার, লিফলেট। ছাপানো কাজগুলো পৌঁছে দিতে হয় সময় মতো।
তাই দিন রাত মেশিন চলছে নিজ গতিতে। নির্ঘুম সময় কাটছে শ্রমিকদের। পোস্টার, লিফলেট এডিটিং, প্রিন্টিং, কাটিং এবং প্যাকেজিংয়ে ব্যস্ত কারিগররা। বাতিল করা হয়েছে সাপ্তাহিক ছুটি।তবে কাগজ ও কালির দাম বেড়ে যাওয়অয় তেমন লাভের মুখ দেখছেন না প্রেসের মালিকরা।
ছাপাখানায় ব্যবহৃত উপকরণের দাম কমানোর জন্য সরকার ও দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠনের কাছে দাবি জানান মুদ্রণ সমিতির নেতৃবৃন্দ।ময়মনসিংহ শহরে ছোট বড় মিলিয়ে প্রায় ৭০টি ছাপাখানা রয়েছে।
















