জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় আন্তর্জাতিক নাট্যোৎসব শুরু
- আপডেট সময় : ০৬:১৯:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৪
- / ১৮১৯ বার পড়া হয়েছে
‘বিশ্বসাথে যোগে যেথায় বিহারো, সেইখানে যোগ তোমার সাথে আমারও’ এই প্রতিপাদ্যে ময়মনসিংহের ত্রিশালের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে দ্বিতীয় আন্তর্জাতিক নাট্যোৎসব। ৩টি ভারতীয় নাটকসহ ছয়দিনে ৬টি নাটক মঞ্চস্থ হবে এই উৎসবে। এমন আয়োজনে খুশি নাট্যজনরা। আয়োজকরা বলছেন, নিজ দেশের সংস্কৃতি বিশ্বে ছড়িয়ে দিতেই এমন আয়োজন।
ময়মনসিংহের ত্রিশালের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে চলছে দ্বিতীয় আন্তর্জাতিক নাট্যোৎসব। ভারতীয় নাট্যদল ও বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও পরিবেশনা বিদ্যা বিভাগের শিক্ষার্থীরা ছয়দিনে পরিবেশন করবে ছয়টি নাটক। দুই বাংলার ভাষা ও সংস্কৃতি প্রায় এক হওয়ায় চর্চার মাধ্যমে এটিকে আরো উন্নত করার পাশাপাশি সাংস্কৃতিক সম্প্রীতি দৃঢ় হবে বলে মত ভারতীয় নাট্যকর্মীদের। সমাজের বিভিন্ন অসংগতি মানুষকে সহজ ভাবে বুঝিয়ে দিতে মঞ্চ নাটকের ভূমিকা অপরিসীম বলে জানান বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। বিদেশের সাথে সাংস্কৃতিক বিনিময় এবং দেশীয় ইতিহাস ঐতিহ্য তুলে ধরতে আরো বড় পরিসরে এই ধরণের আয়োজনের পরিকল্পনা রয়েছে। আগামী রোববার পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা সাতটায় একটি করে নাটক পরিবেশন করা হবে এই আন্তর্জাতিক নাট্যোৎসবে।























